মন্তব্য
বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। বিভিন্ন কারণে প্রায়ই শিরোনামে থাকেন। এবার পোশাক বিভ্রাটের জেরে ফের সামলোচনার জন্ম দিয়েছেন। গোলাপি রঙের খাটো পোশাকে নাচতে গিয়ে আচমকাই ক্যামেরাবন্দি হয়ে যায় রাখির অন্তর্বাস। আর তারপর থেকে নেটিজেনদের ট্রোলের শিকার তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সেই ছবির টিকিট কাটতেই সিনেমা হলে যাচ্ছিলেন রাখি। টিকিট কাটতে যাওয়ার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার রাজীব খিনচি। সেই ভিডিওতেই প্রথমে দেখা যায়, রাখির পোশাকের ফাঁক থেকে উঁকি দিচ্ছে অন্তর্বাস। পাশাপাশি এ পোশাকে নাচেনও তিনি।
আরআই