সবার প্রতি সুবিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ন্যায় বিচার মানুষের প্রাপ্য। সেটা যেন সব সময় পায়, সেটাই চায় তার সরকার। ন্যায় বিচার নিশ্চিততে দরকারি সব কিছুই করবে তার সরকার। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ’ এবং ‘বঙ্গবন্ধু অ্যান্ড জুডিশিয়ারি’ শীর্ষক বাংলা ও ইংরেজিতে মুজিব স্মারক গ্রস্থ এবং ‘ন্যায়কন্ঠ’ শীর্ষক মুজিববর্ষের স্মরণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া ভাষণে এ আহবান জানান। রাজধানীয় ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, অন্য সরকারগুলোর মতো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগে কখনও হস্তক্ষেপ করেনি। সরকারে এসে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে। সবসময় একটা ন্যায়ের পথে যেন সবাই চলতে পারে, সেই ব্যবস্থাটা করা হয়েছে।
স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়বার সরকার গঠনের পরে তার সরকার দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৯ পাস করে এবং বিচার বিভাগ পৃথকীকরণের স্থায়ী রূপ দেয়। এর আগে ‘৯৬ সালে সরকারে আসার পরে অর্থনৈতিকভাবেও বিচার বিভাগ স্বাধীনতা অর্জনের ব্যবস্থাটা করে দেওয়া হয়।
গ্রামের হতদরিদ্র মানুষের বিচার পাওয়া নিশ্চিতে তার সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, গ্রামের বিচার বঞ্চিত হতদরিদ্র মানুষের জন্য লিগাল এইড কমিটি গঠন ও আলাদা অর্থ বরাদ্দের মাধ্যমে বিচারের ব্যবস্থাটা করে দেয়া হয়েছে। আইনগত সহায়তা ২০০০ সালে প্রণয়ন করা হয়।
প্রধানমন্ত্রী তার ভাষণে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের পাশপাশি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, দীর্ঘদিন বঙ্গবন্ধু হত্যার বিচার না পাওয়া, যুক্তরাষ্ট্র কর্তৃক বঙ্গবন্ধুর পলাতক খুনীকে আশ্রয় দেয়া, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন, নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিচারকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বক্তব্য দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও বঙ্গমাতাসহ ’৭৫ এর ১৫ আগস্টের সব শহীদ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এমকে