ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় মঙ্গলবার ১২৭ কোটি ৫০ লাখ টাকা বেড়েছে লেনদেন। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এতে বড় উত্থান হয়েছে সূচকের। অন্যদিকে একই ধরণের চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে লেনদেন হয় ৮৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৯টির এবং বাকি ২৩টির অপরিবর্তিত ছিল।
তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৭৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৪২ দশমিক ৬৩ পয়েন্টে, ডিএসইএস ১৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩১ দশমিক ৪৭ পয়েন্টে ও ডিএস-৩০ ১৯ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫২৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে ওঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ৭১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১৩১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮০০ দশমিক ৫৩ পয়েন্টে ও সিএএসপিআই ২১৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৩৯ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৬০টির এবং ১৬টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৫১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪৩ কোটি ৭১ লাখ টাকার। সেই হিসাবে লেনদেন বেড়েছে সাত কোটি ৮৭ লাখ টাকা।
এমকে