তথ্য জানাতে ৪৭ হাজারের বেশি টাকা চাইলেন প্রকৌশলী!

২৯ ডিসেম্বর ২০২১

পঞ্চগড় প্রতিনিধি:

একই তথ্য সরবরাহে খরচ হিসেবে অন্য একটি দফতর মাত্র ৮০ টাকা নিলেও গণপূর্ত বিভাগের এক নির্বাহী প্রকৌশলী চেয়েছেন ৪৭ হাজার ৩৯০ টাকা। চিঠি দিয়ে তথ্য জানতে চাওয়া এক সাংবাদিকের কাছে ফটোকপির পেছনে ব্যয় বাবদ এ অর্থ চেয়েছেন তিনি। অবশ্য নিয়মতান্ত্রিকভাবে এ টাকা ট্রেজারি চালান করতে ও চালানের মুল কপি জমা দিতে বলেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ১৯ ডিসেম্বর ইস্যূ করা চিঠিতে সই করেছেন জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার।

জানা যায়, তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রাপ্তির আবেদন ফরমের মাধ্যমে গত ৩ অক্টোবর গণপূর্ত বিভাগ পঞ্চগড়ের কাছে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে তাদের উন্নয়ন প্রকল্পের কিছু তথ্য জানতে চান স্থানীয় সাংবাদিক মো. সম্রাট হোসাইন। আবেদনের পরে তৎকালীন নির্বাহী প্রকৌশলী তথ্য দেওয়ার আগেই বদলি হয়। পরে নতুন প্রকৌশলী মনিরুজ্জামান সরকার সেখানে যোগদান করেন। আবেদন ফরমে উল্লেখ করা তথ্যগুলো হলো- এ দুই অর্থবছরে মোট প্রকল্প কতটি, কী কী, কোথায়, বরাদ্দ, কত শতাংশ কাজ হয়েছে, লেজ যদি থাকে- তার শতাংশ ইত্যাদি। অন্য দফতরটি ৮০ পৃষ্ঠায় এসব তথ্য সরবরাহ করে।  এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার মুঠোফোনে কোনও কথা বলতে রাজি হননি, অফিসে আসতে বলেছেন।

 

সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর