শনাক্ত প্রায় ৫শ’

২৯ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে  মারা গেছেন ১ জন করোনা রোগী। ২ দশমিক ৩৭ শতাংশ নুমনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন, ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন সুস্থ হয়েছেন। ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ ।

গত ২৪  ঘণ্টায় ২১ হাজার ৭৯টি নমুনা সংগৃহিত হয়েছে,  অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯১৪টি। মারা যাওয়া একজন পুরুষ। ঢাকা বিভাগের সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর