মুক্তির অপেক্ষা ফারিয়ার সিনেমা

২৭ ফেব্রুয়ারী ২০২২

অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করেছেন নুসরাত ফারিয়া। দুই বাংলাতেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। করোনাসহ নানা জটিলতায় অনেকদিন কলকাতার কোনো সিনেমার শুটিং করতে পারেননি। তবে এবার বিরতির পর আবারো টলিউডের নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করলেন। সিনেমার নাম ‘রকস্টার’। কয়েকদিন ধরেই এ সিনেমাটির টানা শুটিংয়ে ব্যস্ত সময় পার রছেন ফারিয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শকপ্রিয় নায়ক যশ দাসগুপ্ত। সম্প্রতি তাদের এ ছবির লুকও প্রকাশ করা হয়েছে।

 

সাদা ছোট জামায় নুসরাত আর কালো শার্ট-ব্লু জিন্সে যশকে সেই ছবি নেট দুনিয়ায় ঝড় তোলে। ‘রকস্টার’ পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনা করছে বাংলাদেশের এসপি ইন্টারন্যাশনাল।

 

তারা জানান, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

নুসরাত ফারিয়া বলেন, খুব ভালোভাবে এ ছবিটির কাজ করছি। এটি রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবি। এর বেশি এখনই কিছু বলতে চাচ্ছি না। আমি যশের সঙ্গে কাজ করছি ছবিটিতে। অনেক কো-অপারেটিভ একজন অভিনেতা সে। আশা করছি খুব ভালো কিছু হবে। এদিকে এ ছবির শুটিংয়ে যুক্ত হওয়ার আগে নুসরাত ফারিয়া অমিতাভ রেজার পরিচালনায় একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।

 

নুসরাতকে সর্বশেষ ‘শাহেনশাহ’ সিনেমায় দেখা গেছে। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এখানে তার বিপরীতে ছিলেন শাকিব খান। যদিও করোনা পরিস্থিতি শুরু হয়ে যাওয়ায় ছবিটি ব্যবাসায়িক দিক থেকে ততটা সফল হয়নি। তবে নুসরাত ফারিয়ার অভিনয়-পারফরমেন্স প্রশংসিত ছিল।

 

নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। দেশেও তার একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর