নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বদিন্দ্বতা করে জামানত হারিয়েছেন মোছা. হাসিনা বেগম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৯৩ ভোট। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমলোচনা চলছে। রোববার (২৬ ডিসেম্বর) এ ইউনিয়নের ভোট হয়। হাসিনা বেগমসহ চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন।
দলীয় সুত্রে জানা যায়, হাসিনা বেগম ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি। সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম-এর সুপারিশে তাকে মনোনয়ন দেয়া হয়। অথচ তৃণমূল থেকে প্রার্থী দেওয়া হয় ইউনিয়ন যুব লীগের সভাপতি মাসুদ রানা বাবু পাইলটকে। তিনি মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জুয়েল চৌধুরী (আনারস) পেয়েছেন ৬ হাজার ৯৭৮ ভোট।
এ ব্যাপারে খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন সরকার মুঠোফোনে বলেন,‘যিনি প্রার্থী হয়েছেন, তিনিই বলতে পারবেন তার ভরাডুবির কারণ কি? সেখানে তৃণমূলের কোন মতামত ছিল না। ইউনিয়ন আওয়ামী লীগ থেকে একমাত্র পাইলটকে প্রার্থীতা প্রদানের জন্য সুপারিশ করা হয়েছিল। প্রার্থীতা নির্বাচনেই ছিল ভুল, তাই নৌকার এমন ভরাডুবি।’ তিনি আরও বলেন, এ জন্য দায়ী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ। তৃণমূলের প্রার্থী মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকার এমন পরাজয় হয়েছে। উল্লেখ্য, এ নির্বাচনে ভোট পড়েছে ৮৬.৪২ ভাগ।
মহিনুল ইসলাম সুজন/এমকে