সূচকের সঙ্গে লেনদেনও কমেছে ডিএসইতে

৩০ ডিসেম্বর ২০২১

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। এতে পতন হয়েছে সূচকের। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন- ১৩৭ কোটি ২৩ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯৬টির, বেড়েছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৪৮টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭৩১ দশমিক ১৪ পয়েন্টে, ডিএসইএস চার দশমিক ১৯ পয়েন্ট কমে এক হাজার ৪২৭ দশমিক ২৭ পয়েন্টে ও ডিএস-৩০ এক দশমিক ৪৬ পয়েন্ট কমে দুই হাজার ৫২২ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৭২ কোটি ৬০ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশন- ৫১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করে দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেয়া ২৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৭টির। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১২ দশমিক ১৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮৮ দশমিক ৩৫ পয়েন্টে ও সিএএসপিআই ১৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৬২১ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৫৩ কোটি ৩৮ লাখ টাকার মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫১ কোটি ৫৮ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর