টিকা না নিয়ে থাকলে এখনই নিতে হবে: প্রধানমন্ত্রী

৩০ ডিসেম্বর ২০২১

যারা করোনা প্রতিরোধী টিকা নেননি, এখনই তাদের টিকাটা নেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ টিকাদান কার্যক্রমটা একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চায় সরকার। কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। আর তৃণমূল পর্যায়ের মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে- সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ আহবান জানান। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।সূত্র: বাসস

প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ যেন এ টিকার আওতার বাইরে না থাকে, আবার করোনাভাইরাস দ্বারা সংক্রমিত না হয়- সে জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে এ টিকাদান কর্মসূচি যেন অব্যাহত থাকে- সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এ টিকাদান কার্যক্রম প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রথমে শিক্ষকদের দেওয়া হয়েছে, এখন শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। ১২ বছর বয়স পর্যন্ত সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের শুধু অভিভাবককে নয়, শিক্ষার্থীরাও যাতে টিকা নেয়- সে জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর