মন্তব্য
গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। সঠিক তথ্য না জানা গেলেও অসংখ্য সামরিক বেসামরিক মানুষ নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য বিভাগ।
রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়, বরং জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চায় ইউক্রেনের জনগণ। এজন্য দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আহ্বানের সাড়া দিয়েছেন দেশের সাধারণ মানুষ। নিজেরাই হাতবোমা বানাতে শুরু করেছেন। এমনই একটি চিত্র ধরা পড়েছে ফটোসাংবাদিকের ক্যামেরায়।
এতে দেখা যায় দনিপ্রো’তে কিছু নারী মলটোভ ককটেল তৈরি করছেন হাত দিয়ে। এতে ব্যবহার করছেন পলিস্টারিন এবং ব্যবহৃত বিয়ারের বোতল। এ বোমা তারা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করবেন।
আরআই