মন্তব্য
দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে স্কুলগুলো হয়ত চালু রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ কারণে অনলাইনে শিক্ষা কার্যক্রমটা চালু রাখতেই হবে। বৃহস্পতিবার ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী বলেন, করোনা কখনো বাড়ছে, কখনো কমছে। লক্ষ করেছি, শীতে এর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজেই এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতিটা নিতে হবে। প্রসঙ্গত, একই অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
এমকে