মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ধান ক্ষেত থেকে হান্নান (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার সংলগ্ন ক্ষেতটিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে থানায়।
হান্নান ওই এলাকার মৃত আ. রবের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে হান্নান বাসায় ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে না দেখে তার পরিবারের সদস্যরা ভেবেছিল- সে হয়তো কাজে গেছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
কামরুজ্জামান শাহীন/এমকে