নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দলের চলমান সংলাপের আয়োজনে বিএনপির অংশ না নেওয়াটাকে গণতন্ত্রের জন্য খারাপ খবর হিসেবেই দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সংলাপে না আসলেও গাধার মতো পানি ঘোলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে বিএনপি। তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য হবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি গঠনে ২০ ডিসেম্বর থেকে এ সংলাপ হচ্ছে। এ সংলাপকে অর্থহীন আখ্যা দিয়ে সংলাপে না বসার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
প্রশ্নবিদ্ধ করা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি জানে- শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলো তাদের এজেন্ডা।
বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে