২৬ হলে মীর সাব্বিরে ছবি

৩১ ডিসেম্বর ২০২১

মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’  মুক্তি পাচ্ছে আজ। স্টার সিনেপ্লেক্সসহ দেশের মোট ২৬টি হলে সিনেমাটি  দেখা যাবে। গত বুধবার সিনেমার মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মীর সাব্বির। তিনি বলেন, সিনেপ্লেক্সের সব শাখাতে মুক্তি পাচ্ছে ‘রাত জাগা ফুল’। এ ছাড়াও যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, বর্ষা, নারায়ণঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মনিহারসহ মোট ২৬ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির লিখেছেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

 

ছবিটি নিয়ে বেশ আশাবাদী মীর সাব্বির। তিনি বলেন, রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে সুন্দর একটা গল্প দেখলাম।

সিনেমাতে যা যা থাকার দরকার তার সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই ছবিটি বানিয়েছি। এদিকে মুক্তির আগেই সাড়া ফেলে ‘রাত জাগা ফুল’। সেন্সরে প্রশংসা পেয়ে অনুমতি পাওয়া ভিন্ন ভাবনার গল্পে নির্মিত সিনেমাটি টিজার, ট্রেলার ও গান দিয়ে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়।


মন্তব্য
জেলার খবর