বাঙ্কারের মধ্যে জন্ম হলো শিশুর

২৭ ফেব্রুয়ারী ২০২২

কিয়েভের বাতাশে বারুদের গন্ধ। চারিদেক অজানা আতঙ্ক। সবাই ভীত সন্তস্ত্র। জীবন বাঁচাতে মানুষ আশ্রয় নিয়েছে কিয়েভ মেট্রোর আন্ডারগ্রাউন্ড স্টেশনে। আবার অনেকেই পালিয়েছে দেশ থেকে। যুদ্ধ চলছে স্থল, আকাশ ও নৌপথে।

 

এমন কঠিন সময়ে ট্রেনের বাঙ্কারের মধ্যে জন্ম হলো একটি শিশুর। এটিই প্রথম শিশু, যে আশ্রয়স্থলে প্রথম জন্ম নিয়েছে। স্টেশনটিতে ট্রেন স্থির রাখা হয়েছে। যাতে সেখানে আশ্রয় নিয়েছেন আতঙ্কিত মানুষ। টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে মাটির নিচ থেকে তারা বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। টেলিগ্রামের একটি গ্রুপ রিপোর্ট করেছে যে, মেট্রো স্টেশনে একটি শিশুর জন্ম হয়েছে।


মন্তব্য
জেলার খবর