বেড়েছে লেনদেন, উত্থান সূচকের

৩১ ডিসেম্বর ২০২১

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। এতে উত্থান হয়েছে সূচকের। সেই সঙ্গে  আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। অন্যদিকে একই ধরণের  চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৪৯টির এবং  অপরিবর্তিত ছিল বাকি ৫০টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২৫ দশমিক ৫০ পয়েন্ট, ডিএসইএস তিন দশমিক ৮৪ পয়েন্ট ও ডিএস-৩০ ১০ দশমিক ২৬ পয়েন্ট বাড়ে। ডিএসইএক্স ছয় হাজার ৭৫৬ দশমিক ৬৫ পয়েন্টে, ডিএসইএস এক হাজার ৪৩১ দশমিক ১২ পয়েন্টে ও  ডিএস-৩০ দুই হাজার ৫৩২ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় ৯২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকা। সেই হিসাবে  লেনদেন বেড়েছে ১৮৬ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে ওঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড- ১১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৪১টির। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ২৫ দশমিক শূন্য ৯ পয়েন্ট  বেড়ে ১১ হাজার ৮১৩ দশমিক ৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই ৪৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৬৬ দশমিক শূন্য সাত পয়েন্টে অবস্থান করে।  লেনদেন হয় ৫৮ কোটি ৬১ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে পাঁচ কোটি ২২ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর