নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখে বিএনপি এখন হতাশায় কাতর বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ তাদের চিনে ফেলেছে। নির্বাচনে জনপ্রত্যাখ্যান ও আন্দোলনে চরম ব্যর্থতাই তাদের একমাত্র প্রাপ্তি। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধীনী ঢাকায় সংসদ ভবন সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।
সরকারকে পদত্যাগে বাধ্য করাতে ওয়ার্ম আপ চলছে- বিএনপি মহাসচিব প্রদত্ত এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, কোনও ওয়ার্ম আপেই কাজ হবে না। যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। সরকার পতন, আন্দোলন— এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনও লাভ হবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম ও নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও বিকল্প নেই। তাই অলি-গলি পথে না হেঁটে নির্বাচনমুখী হতে।
ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি হচ্ছে দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফর্ম। যারা জন্মলগ্ন থেকে নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে অপতৎপরতা চালাচ্ছে। জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বিএনপির। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে কেবল আওয়ামী লীগেই এর সুরক্ষা দিতে পারে।
এমকে