এম.এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):
ঠিকমতো পড়ালেখায় মনোযোগ না দেওয়ায় নাতিকে মারধর করছিলেন পুত্রবধূ। এটা দেখে ছেলের বৌকে তিরস্কার করেন শ্বশুর। তিরস্কার সহ্য করতে না পেরে বিষয়টি নিয়ে শ্বশুরের সঙ্গে বসচায় জড়ায় পুত্রবধূ। খবর পেয়ে বাড়ি এসে বৌকে মারধর আর বাবাকে ভৎর্সনা করেন ছেলে। এরপর কর্মস্থলে ফিরে যান ছেলে। তারপর খবর পেয়ে পুত্রবধূর ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা উত্তরপাড়া গ্রামের।
ওই পুত্রবধূর নাম শ্যামলী খাতুন (২৮), লাবলু রহমান তার স্বামী। সামিউল (৬) নামে একটি মাত্র সন্তান রয়েছে এ দম্পতির। লাবলু রহমান উপজেলা আনসার ভিডিপি অফিসে চাকরি করেন। শ্যামলীর মৃত্যুর বিষয়ে এসব তথ্য জানায় পুলিশ।
শ্যামলীর খাতুনের শ্বশুর বাড়ির পক্ষের লোকজনের দাবি- ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি নিয়ে রাগ আর অভিমান আত্মহত্যার পেছনের কারণ বলে মনে করছেন পুলিশ ও তার স্বজনেরা।
পুলিশ জানায়, পুত্রবধূ আর শ্বশুরের মধ্যে বচসার ঘটনাটি ঘটে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে। লাবলুর রহমান বাড়ি আসেন রোববার সকাল সাতটার দিকে। সেখান থেকে কর্মস্থলে ফেরেন ৯টার দিকে। আর ‘আত্মহত্যা’- এর ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলছেন, ধারণা করা হচ্ছে – এটা আত্মহত্যা। তারপরও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মহিদুল খান