ট্রাকের ধাক্কায় চালক নিহত, সাবেক মেম্বার আহত

৩১ ডিসেম্বর ২০২১

নড়াইল প্রতিনিধি:
নড়াইল-যশোর সড়কের তুলারামপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ধানমাড়াই কাজে ব্যবহৃত গাড়ির চালক শতদল হাওলাদার (৩০) নিহত হয়েছেন। এ সময় গাড়িটিতে থাকা মুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার প্রবীর বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাদের দুজনের বাড়িই  নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,  শতদল হাওলাদার তুলারামপুর বাজারে ধানমাড়াইয়ের কাজ শেষ করে নিজের এলাকায় ফিরছিলেন। পথে তুলারামপুরে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে ধানমাড়াইয়ের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মৃত্যু হয়।  প্রবীর বিশ্বাসকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি শওকত কবির বলেন,দুর্ঘটনার পর নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

ফরহাদ খান/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর