মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণে সোহাগ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ডিসেম্বর) সকাল ১০টার দিকে চর ফকিরা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। সোহাগ ওই গ্রামের মৃত নিরব মহাজনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ার কথা বলে ভোরে ঘর থেকে বের হন। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন তার স্ত্রী নুজাহান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন তিনি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোট এলে জানা যাবে-এটি হত্যা না আত্মহত্যা ।
এমকে