মৃত্যু ৯, শনাক্ত ৮৬৪

২৭ ফেব্রুয়ারী ২০২২

স্বাস্থ্য অধিদফতর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৯ জন করোনা রোগী। নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ৮৬৪ জনের।  চার দশমিক এক শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ২৬৪ জন।

অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। এর  মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ছয় হাজার ৬৮৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫২।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৫০৮টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৪৩টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, বাকিরা নারী। বিভাগের মধ্যে কেবল ঢাকাতেই আছেন পাঁচ জন। বাকিদের মধ্যে রাজশাহীতে তিন জন আর খুলনায় একজন আছেন। সাত জন মারা গেছেন সরকারি হাসপাতালে। বাকিরা মারা গেছে বেসরকারি হাসপাতালে।

এমকে


মন্তব্য
জেলার খবর