কর্মসংস্থান ব্যাংকে উচ্চমাধ্যমিক পাসেই চাকরির সুযোগ

০১ জানুয়ারী ২০২২

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংক সম্প্রতি ডেটা এন্ট্রি অপারেটর পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কর্মসংস্থান ব্যাংকে ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১৭৭

গ্রেড: ১৪

যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি এবং কম্পিউটার বা ডেটা এন্ট্রি–সংক্রান্ত অন্যূন ৬ মাসের প্রশিক্ষণের সনদ ও স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ, আবেদন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

 

এইচএসসি পাসে কর্মসংস্থান ব্যাংকে চাকরি, পদ ১৭৭

আবেদন ফি

 

অনলাইনে আবেদন ফরম পূরণ করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৩৫০ টাকা, অনলাইন সার্ভিস চার্জ ৪ টাকাসহ মোট ৩৫৪ টাকা মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে জমা দিতে হবে।

 

আবেদনের সময়সীমা: ৫ জানুয়ারি ২০২২ সকাল ১০টা থেকে ২৫ জানুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 


মন্তব্য
জেলার খবর