শৈত্যপ্রবাহ শুরু, থাকতে পারে দু’দিন

০১ জানুয়ারী ২০২২

দেশের পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। এটা আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে, সেই সঙ্গে অব্যাহত থাকতে পারে আরও দুইদিন।  শৈত্যপ্রবাহকালে কিছু এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

শৈত্যপ্রবাহের বিস্তার রাজশাহী,  রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গল অঞলে হওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ  আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়- ৯ দশমিক ৪। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১৩ দশমিক ৪,  রংপুরে ১৩,  খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর