কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

০১ জানুয়ারী ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। শনাক্ত হয়েছে ৩৭০ জন, মারা গেছেন চার জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ৫১২ ও দুই জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দুই দশমিক ৪৩ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪টি,পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২১৪টি। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২০৩ জন।

অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৭৬ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ছয় হাজার ৭০২টি।

এমকে


মন্তব্য
জেলার খবর