দেশে জিনিসপত্রের বর্ধিত দামকে তুলনামূলক কম হিসেবেই দেখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, যা বেড়েছে তাও সহনীয় পর্যায়ে আছে। অন্য কোনও দেশের সঙ্গে মেলালে বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও ভালো অবস্থানে আছে। শনিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ সম্পর্কিত চূড়ান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্মারক অনুষ্ঠানের প্রি-ইভেন্ট প্রেস ব্রিফিং করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর ভাষ্য, মূল্যস্ফীতি সারাবিশ্বে থাকলেও বাংলাদেশে কোনও মূল্যস্ফীতি নেই। ১৫ বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি হার ৫ থেকে সাড়ে ৫ । দেশের মানুষের দক্ষতা এবং উৎপাদনশীলতা দুটোই বেড়েছে। দেশের রফতানি বাণিজ্য ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি এখন, ৬০ বিলিয়নে যাওয়ার টার্গেট আছে।
এমকে