রেমিট্যান্সে বাড়ল প্রণোদনার হার

০১ জানুয়ারী ২০২২

ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানো হয়েছে। আগের দেওয়া ২ শতাংশের জায়গায় এখন পাওয়া যাবে ২ দশমিক ৫ শতাংশ। বর্ধিত এ হার পহেলা জানুয়ারি (শনিবার) থেকেই কার্যকর হবে। দেশের জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষকে তাদের কষ্টার্জিত আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে প্রথমবারের মতো ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ক্ষেত্রে ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা শুরু করে সরকার। এতে এ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়ে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার হয়, যা তার আগের অর্থবছরের (২০১৮-১৯) আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। আর ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়ায় ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

এমকে


মন্তব্য
জেলার খবর