নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি: ফখরুল

০১ জানুয়ারী ২০২২

নতুন বছরে বিএনপি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আশা, এ সময়ে জনগণ ও গণতন্ত্র মুক্ত হবে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মুক্তি পাবেন। শনিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে যান তিনি।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত অসুস্থ  খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। তার সুচিকিৎসা ও গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করবে ছাত্রদল। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এখানে আইনি ব্যাপার নেই। তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান, এটাই চাচ্ছে তারা (সরকার)।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের চলমান সংলাপ প্রসঙ্গে জানান, এ সংলাপ অর্থহীন। দেশে বর্তমানে রাজনৈতিক প্রধান সংকট হচ্ছে নির্বাচনকালে কেমন সরকার থাকবে। যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সে নির্বাচনের কোনও অর্থই হতে পারে না। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার থাকতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর