পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি করারও। বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এ আহবান জানান। শনিবার (১ জানুয়ারি) ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনকালে এ আহবান জানান। রাজধানী ঢাকার পূর্বাচলে নতুন ভেন্যুতে এ মেলা হচ্ছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন ও ভাষণ দেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে- সময় এখন বাংলাদেশের, সেই সুযোগটিই নিতে হবে। বলেন, পণ্যের গুণগত মান ধরে রেখে যেন বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন; সে দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে।
নিজে গবেষণাকে যথেষ্ট গুরুত্ব দেন জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পমালিক এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা এবং মান বিশেষভাবে নিরুপণ করতে হবে। রফতানির ক্ষেত্রে পণ্যের মান ধরে রেখে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্যবসার ক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন।
উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বক্তব্য দেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
এমকে