জয়-শান্তর অর্ধশতক, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

০২ জানুয়ারী ২০২২


দলীয় ৪৫ রানে আউট হন সাদমান ইসলাম। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েছেন নাজমুল হাসান শান্ত। দুই ব্যাটারই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।


৫০.৩ ওভারে রাচিন রবীন্দ্রকে ছক্কা হাঁকিয়ে ফিফটি মারেন শান্ত। কিছুক্ষণ বাদেই হাফসেঞ্চুরির কোঠা স্পর্শ করেন জয়। এই প্রতিবেদনটি করা পর্যন্ত ৫৩.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। শান্ত ৯৮ বলে ৫৮ রান নিয়ে এবং ১৭১ বলে ৫০ রান নিয়ে অপরাজিত রয়েছে।


প্রথম দিনের খেলা শেষে শরীফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছিলেন, দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বাকি উইকেটগুলো ফেলতে বেশি সময় নেবেন না তারা। কথা রেখেছেন টাইগার বোলাররা, মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের প্রথম ইনিংস বেশি দূর এগোতে দেয়নি তারা।

বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাট হাতেও ভালো শুরু পায় বাংলাদেশ।
বে ওভালে প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড। আজ (রোববার) তাদের বাকি ৫ উইকেট ফেলতে ২০.৪ ওভার খরচ করেছে বাংলাদেশ। আগেরদিনের স্কোরের সঙ্গে আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ২২ রান করে নেইল ওয়াগনারের উইকেটে পরিণত হন সাদমান ইসলাম। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস লম্বা করছেন নাজমুল হোসেন শান্ত। ৪৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১১১ রান। দুই ব্যাটার জয়-শান্ত উভয়েই রয়েছেন ফিফটির পথে।


মন্তব্য
জেলার খবর