মন্তব্য
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেলসহ রেডিও স্টেশনগুলোতে ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- বাসস
প্রসঙ্গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো (টানা তিনবার) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা।
এমকে