তালেবানের গুলিতে ৪ পাকসেনা নিহত

০২ জানুয়ারী ২০২২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মির আলি শহরে সন্দেহজনক জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখন দুইপক্ষের মধ্যে তুমুল গোলাগুলিতে ৪ সেনা নিহত হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া একইদিনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আলাদা এক সংঘর্ষের ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে। ওই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে তালেবান কোনো মন্তব্য করেনি।

সূত্র: আলজাজিরা


মন্তব্য
জেলার খবর