মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। করোনায় ভুগে এ সময় মারা গেছেন একজন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৩ জন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় দুই দশমিক ৯১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া একজন নারী। তিনি রংপুর বিভাগের বাসিন্দা, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৭৭ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।
এমকে