প্রস্তাবিত নাম বাদ পড়লেও ইসি ওপর আস্থা রয়েছে: ওবায়দুল কাদের

২৭ ফেব্রুয়ারী ২০২২

 

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আওয়ামী লীগের প্রস্তাবিত নাম বাদ পড়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারপরও নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আওয়ামী লীগের আস্থা রয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানান ওবায়দুল কাদের।

নবগঠিত নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হওয়ায় তার দল সন্তুষ্ট। নির্বাচন কমিশনের সব কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, এ কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন- এটাই জনগণের প্রত্যাশা। এ কমিশন তাদের দায়িত্ব এবং কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে  শুধু রাজনৈতিক ফায়দা হাসিলে এ কমিশনকে নিয়ে কোনও অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান ওয়ায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর