বিচার বিভাগের সমস্যা দূর করার ঘোষণা প্রধান বিচারপতির

০২ জানুয়ারী ২০২২

দেশের বিচার বিভাগের সমস্যা চিহ্নিত ও দূর করতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ কাজে বিচার বিভাগকে সহযোগিতা করতে রাষ্ট্রের সব বিভাগের প্রতি আহবান জানিয়েছেন তিনি। রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এজলাস কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে কোনও দুষ্ট চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি ক্যানসারের মতো। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ- যোগ করেন মি. সিদ্দিকী। এ সময় মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করে কাজ করার কথাও ব্যক্ত করেন দেশের ২৩তম এ প্রধান বিচারপতি।

এমকে


মন্তব্য
জেলার খবর