ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে যাত্রীবাহী অটো বোরাক চাপা দেওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে চরফ্যাশন-চেয়ারম্যান বাজার আভ্যন্তরীণ সড়কে হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিক মিয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ আব্দুল্লাহ হাজারীগঞ্জ গ্রামের মো. বাসেদ রাজের ছেলে।
আব্দুল্লাহ- এর পরিবার ও স্থানীয় সূত্র জানান, আব্দুল্লাহ ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির অটো বোরাকটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে