আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বড়দিনের ছুটিতে গিয়েছিলেন আর্জেন্টিনায়। দেশ থেকে ফিরে যখন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিলেন, তখনই শুনলেন এ দুঃসংবাদ।
পিএসজিতে ফিরে শুধু মেসি নিয়, আরও তিন খেলোয়াড়ের আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তারা হলেন হুয়ান বের্নাত, সার্জিও রিকো ও ন্যাথান বিতুমাজালা। চারজনের করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী ম্যাচে দলে পাবে না কোচ মরিসিও পচেত্তিনোর দল।
আজ সোমবার ফ্রেঞ্চ কাপে ভাস অলিম্পিক ক্লাবের মুখোমুখি হবে পিএসজি। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসিসহ যে চার খেলোয়াড়েরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
এ ছাড়া পিএসজির মেডিকেল বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে চোটাক্রান্ত নেইমারের বিষয়েও। জানানো হয়েছে, ‘নেইমার জুনিয়র প্যারিস সেন্ট জার্মেইর চিকিৎসা দল ও পারফরম্যান্স স্টাফদের সঙ্গে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলে থেকেই চোট পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। আশা করা যায় তিন সপ্তাহের মধ্যে অনুশীলনে ফিরতে পারবেন নেইমার।’
আরআই