নতুন বছরের প্রথম দিন রোববার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এত বড় উত্থান হয়েছে সূচকের। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৬৪টির এবং বাকি ২০টির অপরিবর্তিত থাকে। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৫৩ দশমিক ১৩ পয়েন্টে, ডিএসইএস ১৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪৫ দশমিক ৩৭ পয়েন্টে ও ডিএস-৩০ ২৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৬০ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করেন। লেনদেন হয় ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকা। সেই হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন কমেছে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। লেনেদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ওঠে আসে ফরচুন শুজ লিমিটেড।
অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৪১টির এবং বাকি ১৪টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ২৩৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬ দশমিক ৭৪ পয়েন্টে ও সিএএসপিআই ৩৮৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫৮ কোটি ৬১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৩১ কোটি ৪৬ লাখ টাকা।
এমকে