৭৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

০৩ জানুয়ারী ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে টাইগাররা। তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। মুমিনুল আর লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে স্বাগতিকদের ৭৩ রানের লিড দিতে সক্ষম হয়েছে। যদিও এই দুই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।

পঞ্চম উইকেট জুটিতে লিটন-মুমিনুল ৩১৭ বলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু দলীয় ৩৬১ রানে ৮৮ রান করে এলবির ফাঁদে পড়েন মুমিনুল হক। তার কিছুক্ষণ পরই হতাশ করলেন লিটনও। ব্যক্তিগত ৮৬ রানে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় দিন শেষে ইয়াসির আলী ১১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। টাইগারদের দলীয় সংগ্রহে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান।

এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রান করে।


মন্তব্য
জেলার খবর