নতুন লুকে ডিপজল

০৩ জানুয়ারী ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বড় পর্দায় কাজ করা হলেও ওয়েব সিরিজে এই প্রথম। ৭ পর্বের ওই সিরিজের নাম ‘জিম্মি’। নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর।

 

শনিবার (১ জানুয়ারি) সাভারে ডিপজলের বাড়িতে শুরু হয়েছে এর শুটিং। ‘জিম্মি’তে ভিন্ন লুকে দেখা যাবে ডিপজলকে। নিজের ফেসবুক পেজে তার লুক প্রকাশ করেছেন এ অভিনেতা।

 

ডিপজলের নতুন লুক প্রকাশ পাওয়ার পর নেটি দুনিয়ায় তা ভাইরাল হয়েছে।   ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন।

 

‘জিম্মি’ সিরিজের গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ডিপজলের সঙ্গে এতে আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হান প্রমুখ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর