মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর করোনা শনাক্ত

০৩ জানুয়ারী ২০২২

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্ট্রিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তিনি করোনা পরীক্ষা করা। এতে করোনা পজেটিভ আসে বলে জানান তিনি নিজেই।

 

তার করোনা শনাক্ত হওয়ায় আগামী পাঁচদিন কোয়ারেন্টিনে থাকবেন। এ সময়ে বিভিন্ন বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিতে হবে তাকে।

 

এদিকে করোনার পূর্ণ টিকা নেওয়া অস্টিন অক্টোবরের প্রথম দিকে বুস্টার ডোজও নিয়েছেন। উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে গেল ২১ অক্টোবর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।

 

লয়েড অস্টিন বলেন, চিকিৎকেরা আমাকে স্পষ্ট করে দিয়েছেন যে করোনার পূর্ণ টিকা নেওয়ার কারণে আমার করোনা উপসর্গ মোটামুটি হালকাভাবে দেখা দিয়েছে। না হলে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হতো।

 

আরআই


মন্তব্য
জেলার খবর