মন্তব্য
রাশিয়া ইউক্রেনে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সাথে টেলিফোন আলাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। সে নিয়ে উত্তেজনা চরমে। এরই মধ্যে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অনলাইনে বৈঠক করেন বাইডেন। এরপর ফের ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।
রাশিয়ার পক্ষ থেকে টেলিফোন আলাপকে স্বাগত জানানো হয়। তবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তার সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন।
আরআই