মন্তব্য
স্বপ্ন দেখতেন এক দাঁড়ানোয় পুরা কুরআন শেষ করবেন। সেই স্বপ্নই পূরণ করলেন সিরিয়ান বংশোদ্ভূত আবদুর রহমান আল নাবহান। বয়স মাত্র ২০। এ বয়সেই এমন দুঃসাহতিক কাজ করে ফেললেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আবদুর রহমান জানান, তিনি মাত্র ৭ ঘণ্টায় নামাজের এক রাকাতে পবিত্র কোরআন খতম করেছেন।
আবদুর রহমান বর্তমানে তুরস্কের কোনিয়া শহরে বসবাস করেন। স্থানীয় সেলজু বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তিনি। আবদুর রহমান মূলত সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী।
আবদুর রহমান অবশ্য এর আগেও বহুবার এক রাকাতে কোরআন খতম করার চেষ্টা করেছেন, তবে তা করতে সক্ষম হননি। রাত ১১টায় তিনি নামাজে দাঁড়ান। এরপর দীর্ঘ সাত ঘণ্টা পর সকাল ৬টায় তিনি কোরআন খতম করে নামাজ শেষ করেন।
আরআই