প্রায় সারাদেশেই অনুভূত হচ্ছে তীব্র শীত। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কম থাকার কারণে এমন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতি এমন থাকতে পারে আরও দু’দিন। আবহাওয়া সংশ্লিষ্টরা এমনটাই জানাচ্ছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বদলগাছিতে- ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে- ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চের মাত্রা হিসেবে বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৪ দশমিক ৩ ও ২৩, ময়মনসিংহে ১৩ দশমিক ২ ও ২৪ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৮ ও ২৭, সিলেটে ১৪ ও ২৭ দশমিক ৩, রাজশাহীতে ১১ দশমিক ৫ ও ২২ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ২ ও ২২ দশমিক ৫, খুলনায় ১৪ ও ২০ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৭ ও ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদদের হিসাবে বেলা ৩টা বা সন্ধ্যা ৬টায় মাপা তাপমাত্রা সর্বোচ্চ ও আর সূর্য ডোবার পর থেকে ভোর ৬টা পর্যন্ত থাকা তাপমাত্রাটা সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়। আবহাওয়াবিদরা জানান, বর্তমানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে দিনের তাপমাত্রা বেশি। এর তুলনায় অন্যান্য এলাকা বিশেষত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেটে তাপমাত্রা তুলনায় কম।
এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এমকে