ভিডিওকলে কথা বলার সুযোগ পাবেন বন্দিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ ফেব্রুয়ারী ২০২২

কারাগারে বন্দিরা মোবাইলের পাশাপাশি ভিডিওকলের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে  কথা বলতে পারবেন। এর ব্যবস্থা করার  উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (২৭ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কমপ্লেক্সে  এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১২তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে পরিবারের সঙ্গে বন্দিদের দেখা-সাক্ষাৎ বন্ধ। তাই তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন ১০ মিনিট মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। কারাগারের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।  তাছাড়া বৃদ্ধি করা হয়েছে বন্দিদের সুযোগ-সুবিধাও। ২০০ বছরের ইতিহাসের সকালের নাস্তায় রুটি ও গুড়ের পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দু’দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি দেওয়া হচ্ছে। তাছাড়া বিশেষ দিবসগুলোতে উন্নত মানের খাবারের জন্য বন্দি প্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে। বৃদ্ধি করা হচ্ছে বিভিন্ন ভাতাও।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর