বেড়েছে শনাক্ত ও মৃত্যু

০৩ জানুয়ারী ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। বেড়েছে দৈনিককার শনাক্তের হারও। শনাক্ত হয়েছে ৬৭৪ জন, মারা গেছেন চারজন। এ সময়ে তিন দশমিক ৩৭ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। আর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৫৫৭ জন, মারা যায় একজন। শনাক্তের হার ছিল দুই দশমিক ৯৭।

স্বাস্থ্য অধিদফতরের সোমবার ও রোববারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১২টি। শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২১৪ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৮টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৮০টি।  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ অক্টোরব তিন দশমিক ৪১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ একজন এবং নারী তিন জন। বিভাগের মধ্যে দুই জন ঢাকার এবং একজন করে ছিল রাজশাহী ও খুলনায়। চিকিৎসাধীন তিন জন বেসরকারি হাসপাতালে এবং বাকিজন সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর