চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন

০৩ জানুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় আঙ্গিনায়  দোয়া ও আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। সভায় উপস্থিত ও বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, অফিসার্স ইনচার্জ (ওসি) একে এম মেহেদী হাসান, শিক্ষা প্রকৌশল অধিদফতর সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। 

 

মো.সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর