দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৫

০৩ জানুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ব্যাংকের হাট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই ও স্বতন্ত্র ( আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোস্তফা কামালের কর্মী-সমর্থকরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সকালে গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে তাদের মধ্যে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, লগি-বৈঠা, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রসঙ্গত, ৫ম ধাপে আগামী ৫ই জানুয়ারি এ ইউনিয়নসহ জেলার ১২টি ইউনিয়নে ভোট হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর