মাউন্ট মঙ্গানুই টেস্টে ৪৫৮ থামল বাংলাদেশের ইনিংস। চতুর্থ দিন সকালে বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেনি টাইগাররা। ২০.২ ওভারের মধ্যে বাকি ৪ উইকেট হারায় মুমিনুলের হকের দল।
৬ উইকেটে ৪০১ তৃতীয় দিন খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ যোগ হয়েছে ৫৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়।
সকালে শুরুটা ভালোই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ-ইয়াসির আলী। মিরাজ দুবার রিভিউ নিয়ে বেঁচে যান। ভালো কিছু ড্রাইভে অর্ধশতকের সুবাস পাচ্ছিলেন। কিন্তু ৪৭ রানে তাকে থামিয়ে দেন কিউই বোলাররা। মিরাজ-ইয়াসিরের সপ্তম উইকেট জুটি থেকে ১৬০ বলে আসে ৭৫ রান।
মিরাজ আউট হওয়ার পর মাত্র পাঁচ ওভারের মধ্যে অলআউট হয় বাংলাদেশ। শেষের ব্যাটসম্যানদের নিয়ে লড়তে পারেননি ইয়াসির। ২৬ রানে থাকতে কাইল জেমিসনের বলে বাজে শট খেলে আউট হন ইয়াসির। পরের ওভারে তাসকিনকে তুলে নেন সাউদি। ১৭৬.২ ওভারে শরীফুল ইসলামকে ইয়র্কারে বোল্ড করে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বিশ্রাম এনে দেন ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০ রান তোলার পর মধ্যাহৃভোজ বিরতিতে যায় দুই দল।
আরআই