বিধিনিষেধ আসছে

০৪ জানুয়ারী ২০২২

দেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে, তুলনায় এক সপ্তাহেই প্রায় ৬০ শতাংশে দাঁড়িয়েছে ব্যবধান। সংক্রমণ বৃদ্ধি উদ্বেগের হলেও পরিস্থিতি এখনও লকডাউন দেওয়ার মতো পর্যায়ে যায়নি বলে মনে করছে সরকারের স্বাস্থ্য বিভাগ। তবে সংক্রমণের লাগাম টানতে আগের মতো কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার করোনাভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ ইস্যুতে করনীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সচিবালয়ে এ বৈঠক বিধিনিষেধ আরোপের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে লকডাউন এখনই না দেওয়া ও বিধিনিষেধ আরোপের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধীর টিকার সনদ ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। গণপরিবহনে  নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, করোনা থেকে সুরক্ষিত থাকতে নিজের বাড়ির বাইরে গেলে মুখে ঠিকমতো মাস্ক পরিধানসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবারই তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। বলা হচ্ছে টিকা নিলেও এ স্বাস্থ্যবিধি নিয়মমাফিক অনুসরণের।  

এমকে


মন্তব্য
জেলার খবর