দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এতে সূচকের উত্থান হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে, পরিমাণে ৪১৯ কোটি ৯৬ লাখ টাকা। একই ধরণের চিত্র দেখা গেছে আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১৩২টির এবং বাকি ২৮টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২৯ দশমিক ১৬, ডিএসইএস ছয় দশমিক শূন্য এক ও ডিএস-৩০ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বাড়ে। ডিএসইএক্স ছয় হাজার ৮৮২ দশমিক ৩০, ডিএসইএস এক হাজার ৪৫১ দশমিক ৩৯ ও ডিএস-৩০ দুই হাজার ৫৭৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকা। সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে উঠে আসে- ১৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ই-জেনারেশন লিমিটেড।
অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৯২টির এবং ২৪টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১০৫ দশমিক ১৯ পয়েন্টে এবং সিএএসপিআই ১০২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৫৭ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে এক কোটি ৫৪ লাখ টাকা।
এমকে